পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ

পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ আপনি জানেন কি? যদি না জেনে থাকেন তবে এই পোস্টটি হতে চলেছে আপনার জন্য। এই পোস্টে আমরা বিস্তারিতভাবে পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ এবং পুরুষের তল পেট ব্যথা কিভাবে প্রতিরোধ করবেন এ বিষয়গুলো উল্লেখ করব। অতএব, পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ জানার জন্য পোস্টটি দ্রুত পড়ে নিন। 
তলপেটের ব্যথা যে শুধু মেয়েদেরই অনুভূত হয় তা কিন্তু নয়। বিভিন্ন কারণে পুরুষ মানুষেরও তলপেটে ব্যথা সৃষ্টি হতে পারে। অনেকে পুরুষ মানুষের তলপেটে ব্যথা হওয়াকে অ্যাপেন্ডিসাইটিসের কারণ বলে চিহ্নিত করেন। কিন্তু পুরুষের তলপেট ব্যথা হওয়া মাত্রই সেটি অ্যাপেন্ডিসাইটিস এর লক্ষণ বলে চিহ্নিত করা স্পষ্টতই বোকামি। আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ সে সম্বন্ধে বিস্তারিত ধারণা অর্জন করতে পারবেন। 

পোস্ট সূচিপত্র - পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ জেনো নিন

পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ 

পুরুষের তল পেটে ব্যথা সৃষ্টি হওয়া মূলত ইউরিন ইনফেকশনের ইঙ্গিত বহন করে। কিডনি, ব্লাডার, ইউরেথা, ইউরেটর ইত্যাদি অঙ্গ গুলিকে একত্রে ইউনারী ট্র্যাক নামে অভিহিত করা হয়। এই অঙ্গ গুলির কোন একটিতে ইনফেকশন সৃষ্টি হলে যে রোগের উদ্ভব ঘটে সেটিকে সংক্ষেপে ইউটিআই বলা হয়। ইউটিআই দেখা দিলে পুরুষের তলপেট তীব্র ব্যথা করতে পারে। এই রোগ একবার দেখা দিলে তা দেহেত মারাত্মক জটিল আকার ধারণ করতে পারে। যার উপশম করা কঠিন হয়ে যায়। 

কোন ব্যক্তি একবার ইউরিন ইনফেকশনে আক্রান্ত হলে এই রোগটি তার দেহে বারবার আক্রমণ করতে পারে। প্রোস্টেট বড় হয়ে যাওয়া, ডায়াবেটিস আক্রান্ত হওয়া প্রভৃতি কারণে মূলত ইউরিন ইনফেকশন দেখা দেয়। বেশিরভাগ পুরুষের ক্ষেত্রেই ইউরিন ইনফেকশনের কারণে তলপেটে তীব্র ব্যথা অনুভূত হয়। তাই পুরুষের তলপেটে ব্যথার লক্ষণ হিসেবে ইউরিন ইনফেকশনকেই দায়ী করা হয়। অতএব পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ সে সম্পর্কে আপনারা ধারণা পেয়ে গেলেন।

পুরুষের ইউরিন ইনফেকশনের লক্ষণ 

প্রিয় বন্ধুরা, পোস্টের প্রথম অংশ থেকেই আপনারা পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ সে সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে পেরেছেন। সুতরাং পুরুষের তলপেট ব্যথার অন্যতম কারণ হচ্ছে ইউরিন ইনফেকশন। নিম্নোক্ত লক্ষণ গুলো খেয়াল করলে আপনারা খুব সহজেই ইউরিন ইনফেকশন শনাক্ত করতে পারবেন। 
  1. প্রস্রাবের সময় প্রচন্ড জ্বালাপোড়া করা। 
  2. ঘন ঘন প্রস্রাব হওয়া। 
  3. তলপেটের বিভিন্ন স্থানে প্রচন্ড ব্যথা অনুভূত হওয়া। 
  4. হঠাৎ করেই প্রস্রাব বের হয়ে যাওয়া। 
  5. তলপেটের ডান সাইডে নির্দিষ্ট সময় অন্তর অন্তর তীব্র ব্যথা হওয়া। 
  6. ইউরিনের সাথে ব্লাড আসা।
  7. প্রস্রাবের বর্ণ কিছুটা হলুদ রঙের হয়ে যাওয়া। 
  8. প্রস্তাবের রাস্তায় ব্যথা অনুভব করা। 
  9. প্রস্রাবের বেগ আগের চেয়ে বৃদ্ধি পাওয়া। 
  10. এ সকল লক্ষণগুলো দেখা দিলে আপনি নিশ্চিত হয়ে নেবেন যে এটি ইউরিন ইনফেকশন। ইউরিন ইনফেকশনের স্বাস্থ্য জটিলতা এড়াতে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। 

ইউরিন ইনফেকশন দূর করার ঘরোয়া উপায় 

প্রিয় পাঠক বন্ধুরা, পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ তার প্রধান কারণটি আপনারা জেনে নিয়েছেন। পুরুষের তলপেটে ব্যথা লাগার প্রধান কারণটি হলো ইউরিন ইনফেকশন। ইউরিন ইনফেকশন যাতে না হয় সেজন্য আপনি কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন। চলুন এবার সে সকল ঘরোয়া উপায় সম্পর্কে ধারণা নিয়ে ফেলি। 
  • ইউরিন ইনফেকশন দূর করতে পুষ্টিবিদ্যা নানান রকম গবেষণা চালিয়েছেন। সে সকল গবেষণার ফলস্বরূপ তারা বলেছেন ইউরিন ইনফেকশন কাটাতে তরমুজ ও শসার বীজ নিয়ামকের ভূমিকা পালন করতে পারে। আর এই দুটি খাবার আপনি হাতের নাগালে খুব সহজেই পেয়ে যাবেন। 
  • ইউরিন ইনফেকশন ঘরোয়া ভাবে সমাধান করতে আরো একটি কার্যকর উপাদান হলো শতমূল। শতমূলের শিকড় আপনার ইউরিন ইনফেকশন দূর করে তলপেটের ব্যথা নিরাময় করবে। 
  • দুধ অন্যতম পুষ্টি সমৃদ্ধ একটি উপাদান। দুধের বহুবিধ উপকারিতা ইউরিন ইনফেকশন দূর করতে সাহায্য করে। তাই অনাকাঙ্ক্ষিত তলপেট ব্যথা দূর করার জন্য খাঁটি গরুর দুধ খেতে পারেন। 
  • পেটের ব্যথা যদি অত্যন্ত মারাত্মক আকার ধারণ করে তখন আর ঘরোয়া উপায়ে কাজ হবে না। সেক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় ওষুধ সেবন করে আরোগ্য লাভ করতে পারেন। 
  • অনেক সময় কম পানি পান ও কোষ্ঠকাঠিন্য রোগের কারণে ছেলেদের তলপেটে ব্যথা অনুভূত হয়। সেজন্য দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন। ফলে পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। আপনারা যদি পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ এটি এখনো না জেনে থাকেন তবে পোস্টের প্রথম অংশ আবারও পড়ে নিন। 

ছেলেদের তলপেট ব্যথার আরো কিছু কারণ 

শুধু যে ইউরিন ইনফেকশনের কারণে ছেলেদের তলপেটে ব্যথা অনুভূত হতে পারে তা কিন্তু নয়। আরো বিভিন্ন কারণ রয়েছে যার ফলে ছেলেদের তলপেটে তীব্র ব্যথা সৃষ্টি হতে পারে। আপনারা তো অলরেডি পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ সে সম্পর্কে জেনেছেন। এবার ছেলেদের তলপেট ব্যথা হওয়ার আরো কিছু উল্লেখযোগ্য কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। 
  • যাদের এসিডিটির সমস্যা রয়েছে, তারা তেল চর্বিযুক্ত খাবার বেশি খেলে তলপেটে তীব্র ব্যথা সৃষ্টি হতে পারে।
  • যে সকল পুরুষ খালি পেটে তৈলাক্ত খাবার, কোলড্রিংস, অ্যালকোহল ইত্যাদি সেবন করে থাকে তাদের ভেতরে দীর্ঘমেয়াদী তলপেট ব্যথার সমস্যা দেখা দেয়। তলপেট ব্যথার আরও একটি অন্যতম কারণ হলো ধূমপান। আর ছেলেদের ধূমপানের প্রবণতা মেয়েদের চেয়ে বেশি থাকে। 
  • পুরুষের তলপেট ব্যথার অন্যতম আরেকটি কারণ হতে পারে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস হলে সাধারণত পেটের ডান সাইডে ব্যাথা অনুভূত হয়। তাই এপেন্ডিসাইটিস এর লক্ষণগুলো খেয়াল করে আপনার তলপেট ব্যথার কারণ নিশ্চিত হোন।
  • ছেলেদের মূত্রনালীতে যদি পাথর সৃষ্টি হয় তবে সেটির ইনফেকশনের কারণে তলপেটে ব্যথা অনুভূত হতে পারে। আবার কোন কারণে বৃক্কে পাথর হলে সেটিও তলপেট ব্যথার সৃষ্টি করে। 
  • ছেলেদের লিভারে যদি সমস্যা থেকে থাকে তবে খাদ্য হজম প্রক্রিয়া যথাসম্ভব বাধাগ্রস্ত হয়। আর খাদ্য যথাযথভাবে বিপাক না হলে দেহে কোন প্রকার শক্তি উৎপাদিত হয় না। এ ধরনের অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হলে তলপেটে এসিডিটি বেড়ে ব্যথার সৃষ্টি হয়। 
  • অতিরিক্ত মেদ জমে পেট ফেঁপে গেলে ছেলেদের তলপেটে ব্যথা সৃষ্টি হতে পারে। তাই ফ্যাট জাতীয় খাবার পরিহার করে ভিটামিন ও ফাইবার জাতীয় খাবার অধিক পরিমাণে গ্রহণ করুন।
  • ছেলেদের তলপেট ব্যথার অন্যতম আরেকটি কারণ হতে পারে ফুড পয়জনিং। বর্তমানে খাদ্যে ভেজাল দেওয়ার প্রবণতা বেড়েই চলেছে। খাদ্যে ভেজাল থাকার কারণে যদি ফুড পয়জনিং হয় তবে দেহে সেটির লক্ষণ প্রকাশ পায়। সেক্ষেত্রে পাতলা পায়খানা, বমি হওয়া, পেট ফুলে থাকা ও তলপেটে ব্যথা হওয়ার মত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। 
  • দীর্ঘ সময় প্রস্রাব চাপিয়ে রাখার কারণে ধীরে ধীরে তলপেট ব্যথা সৃষ্টি হয়। আপনার যদি প্রস্রাব চাপিয়ে রাখার অভ্যাস থাকে তবে তলপেট ব্যথাও দীর্ঘস্থায়ী রূপ লাভ করতে পারে। 
  • যারা অধিক পরিশ্রম ও হাঁটাহাঁটির কাজ করেন তাদের পেটে পানি শূন্যতা সৃষ্টি হয়ে তলপেট ব্যথার মত পরিস্থিতি দেখা দিতে পারে। তাই কাজের ফাঁকে অবশ্যই কিছুটা পরিমাণ পানি পান করে নিন। পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ এটি জানার জন্য পোস্টের আগের অংশ আবারও দেখে নিন।

শেষ কথা

প্রিয় বন্ধুরা আপনারা যদি মনোযোগের সহিত সম্পন্ন পোষ্টটি পড়ে থাকেন তবে নিশ্চিতভাবেই পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ এবং পুরুষের তলপেট ব্যাথা হলে কিভাবে তা প্রতিকার করবেন সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করেছেন। আশা করি এই পোস্টে উল্লেখিত সকল তথ্যগুলোই আপনাদের অনেক কাজে আসবে। এখন আপনি যদি পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ তা সবাইকে জানাতে চান তবে এখনই পোস্টটি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন।

মনে রাখবেন মেয়েদের তলপেট ব্যথার কারণ ও ছেলেদের তলপেট ব্যথার কারণ এর ভেতরে অনেক পার্থক্য রয়েছে। বেশিরভাগ মেয়েদের তলপেট ব্যথা শারীরবৃত্তীয় কারণে ঘটে থাকে। অপরদিকে বাহ্যিক বিভিন্ন অনিয়মের কারণে সৃষ্ট সমস্যার জন্য ছেলেদের তলপেট ব্যাথা হয়ে থাকে। আজকের এই পোস্টটি কেমন লাগলো আমাদের তা জানাতে পারেন। পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত আপডেটেড পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। @23891

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url